সম্প্রতি এক গবেষণায় কীটনাশক ও অটিজমের মধ্যে যোগসূত্র পাওয়া গেছে৷ যুক্তরাষ্ট্রভিত্তিক এক জার্নালে বলা হয়, যে এলাকায় জমিতে কীটনাশক ব্যবহৃত হয়, সে এলাকার গর্ভবতী নারীদের গর্ভস্থ শিশুটির অটিস্টিক হওয়ার ঝুঁকি থাকে৷ অটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘আউটোস' থেকে, যার অর্থ আত্ম বা নিজ৷ আসলে বিশেষ ধরনের স্নায়ুবিক (ডিসঅর্ডার অফ নিউরাল ডেভেলপমেন্ট) সমস্যাই হলো অটিজম৷ সাধারণত, অটিস্টরা নিজস্ব একটা মনোজগতে বসবাস করেন৷ চারপাশ থেকে আলাদা একটা জগৎ৷ তাই তাদের আচরণও স্বাভাবিক হয় না৷ এই অসুখটির...

